
প্রকাশিত: Wed, Jun 14, 2023 11:03 PM আপডেট: Tue, Apr 29, 2025 12:42 AM
শান্তর সেঞ্চুরিতে ৩০০ ছাড়িয়ে ছুটছে বাংলাদেশ
সাঈদুর রহমান: আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম দিনটি ছিলো স্বাগতিক বাংলাদেশের। নাজমুল হাসান শান্তর শতকের পর মাহমুদুল হাসান জয়ের ৭৬ রানের ইনিংস এবং শেষ সেশনে মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজের ধৈর্যশীল ব্যাটিংয়ে ৫ উইকেটে ৩৬২ রানের নান্দনিক ইনিংস দিন পার করলো লাল-সবুজের দেশ।
বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার জাকির হোসেনকে হারিয়ে সামান্য ধাক্কা খায় টাইগাররা। ১ রান করে আফগান স্পিনার নিজাত মাসুদের বলে আউট হয়েছে ফেরেন এই ওপেনার। এরপর মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে আফগান বোলাদের সামাল দেন নাজমুল হাসান শান্ত। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে অর্ধশতক পূরণ করেন শান্ত। অন্যদিকে শান্তকে যোগ্য সঙ্গ দেন জয়। দুজনের ব্যাটে রান তুলতে থাকে বাংলাদেশ। পিচে সেট হয়েই ব্যাট চালাতে থাকেন শান্ত। এতে খুব দ্রুতই টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পায় এই বামহাতি ব্যাটার।
অপর প্রান্তে অর্ধশতক পূরণ করেন জয়। দুইশত রানের অসাধারণ জুটি গড়ে এই দুই ক্রিকেটার। তবে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ৭৬ রান করে ক্যাচ আউট হয়ে সাঁজ ঘরে ফেরেন জয়। তবে ব্যাটে আলো ছাড়াতে পারেননি সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ১৫ রান করে আউট হন তিনি। এরপর সেট ব্যাট্সম্যান শান্ত ও লিটন দাসকে হারিয়ে আবারো চাপে পড়ে বাংলাদেশ। ১৭৫ বলে ১৪৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলে সাঁজ ঘরে ফিরেছেন শান্ত এবং ৯ রান করে আউট হন টাইগার অধিনায়ক। তবে মেহেদী মিরাজকে সঙ্গে নিয়ে তৃতীয় সেশনে চাপ সামলে রান তুলতে থাকেন মুশফিকুর রহিম। এতে পাঁচ উইকেট হারিয়ে ৩৬২ রানের লিড নিয়ে দিন শেষ করেছে টাইগাররা। ব্যাটিংয়ে এখনো পর্যন্ত মুশফিক ৬৯ বলে ৪১ রানে এবং ৬৬ বলে ৪৩ রানে অপরাজিত রয়েছেন মিরাজ।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন নিজাত মাসুদ। এছাড়া আমির হামজা, জহির খান ও রহমত শাহ একটি করে উইকেট শিকার করেন। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
